আপনার যদি PAN Card- এ নাম বা পদবি ভুল থাকে তাহলে আপনাকেই অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আর দেরি না করে আগে থেকেই সচেতন হয়ে যান।
আপনারাতো জানেনই বর্তমানে আপনি ব্যাঙ্ক একাউন্ট খুলুন বা কোনো বড়ো অংকের টাকার লেনদেন ই করুন এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো আপনার PAN Card, কারণ আপনার যাবতীয় আর্থিক লেনদেনের তথ্য প্যান কার্ডেই সঞ্চিত থাকে। তাই এই প্যান কার্ডকে সবসময় সঠিক এবং নির্ভুল ভাবে তৈরী করা উচিত।
কিন্তু অনেকের ভোটার, আধার বা প্যান কার্ডে নামের বানান ভুল বা ঠিকানা ভুল থাকে। যার ফলে তাদের চরম সমস্য়ার সম্মুখীন হতে হয়। আবার যেমন বিয়ের পর মহিলাদের পদবী পরিবর্তন হয়। এর কারণে সেই মেয়েদের প্যান কার্ডে নাম-ঠিকনাও পরিবর্তন করতে হয়। কিন্তু অনেকেই সঠিক ভাবে এই নাম পদবি ঠিকানা পরিবর্তন করতে পারেনা আবার অনেকে হয়তো জানেনও না কিভাবে এই চেঞ্জিং প্রসেস টি করতে হয়। সেই কারণে আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের দেখাবো যে কম্পিউটার বা ল্যাপটপ এর মাধ্যমে বাড়িতে বসে খুব সহজেই প্যান কার্ডের পদবি ও ঠিকানা কিভাবে পরিবর্তন করতে হয়। তাহলে আর দেরি না করে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত পদ্ধতি।
প্যান কার্ডের কার্রেকশনের পদ্ধতি
১. প্যান কার্ডে পদবি বা নাম স্পেসিলিং পরিবর্তন করার জন্য আপনাকে সবার প্রথমে প্রথমে NSDL-এর অফিশিয়াল সাইটে ভিজিট করুন। অথবা এই লিংক টি আপনার ব্রাউসার এ ওপেন করে নিন >> https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html
২. লিংকটি ওপেন হওয়ার পর একটি ফর্ম খুলে যাবে।
৩. সেই ফর্মে Application Type এর ড্রপডাউন মেনু থেকে Changes or Correction in existing PAN Data / Reprint of PAN Card (No changes in existing PAN Data) অপশানটি সিলেক্ট করে ফর্ম অনুযায়ী আপনার সমস্ত দরকারি তথ্য সঠিক ভাবে দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
৪. এরপর আপনার একটা টোকেন নম্বর জেনারেট হবে যেটি আপনাকে কোথাও সেভ করে রাখতে হবে ভবিষ্যতে আপনার এপ্লিকেশন ডিটেলস চেক করতে সাহায্য করবে।
৫. তারপর আরকেটি এপ্লিকেশন ফর্ম ওপেন হবে সেখানে আপনি কি কি পরিবর্তন করতে চাইছেন তার সমস্ত কিছু আপনাকে ভর্তি করতে হবে সঠিক ভাবে।
৬. আপনি চাইলে আপনার এপ্লিকেশন ফর্ম টি আপনার আধার কার্ড এর সাহায্যে অনলাইনেই জমা করতে পারেন তাছাড়া আপনি যদি চান ফিজিক্যালি ডকুমেন্টস সাবমিট করেও আপনার পরিবর্তিত কার্ড টি ভেরিফাইড করতে পারেন।
৭. আপনার তথ্য পরিবর্তন হওয়ার পর যদি আপনি আপনি আপনার প্যান কার্ড টির হার্ড কপি চান তাহলে আপনাকে ১১০ টাকার অনলাইন পেমেন্ট করতে হবে আর যদি টিকানা দেশের বাইরে হয় তবে দিতে হবে ১১২০ টাকা অনলাইন পেমেন্ট করতে। কিন্তু আপনি যদি হার্ড কপি না চান তাহলে আপনাকে কোনো টাকা দিতে হবেনা।
৮. যদি আপনি ফিজিক্যাল ভেরিফিকেশন বেছে থাকেন ফর্ম ফিলাপ এর সময় তাহলে ফি জমা হয়ে গেলে আবেদনকারীর জন্য একটি PAN অ্যাপ্লিকেশন ফর্ম দেখাবে। সেটা ডাউনলোড করে বাকিটা হাতে পূরণ করতে হবে। দুটি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে ছবির ওপর স্বাক্ষর করতে হবে। এরপর ওই ছবি-সহ পূরণ করা ফর্ম Income Tax PAN Services UNIT বা NSDL-এর ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
তবে মনে রাখবেন ওই ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস ও আপনাকে পাঠাতে হবে। কী কী ডকুমেন্টস পাঠাতে হবে সেটা ওয়েবসাইটে দেওয়া থাকবে।
৯. এরপর ১ থেকে ২ সপ্তাহের মধ্যে আপনার নতুন প্যান কার্ড ডাক মারফৎ বাড়ি চলে আসবে।